লক্ষ্মীছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ১৯০ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৯০টি পরিবারের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ বুধবার উপজেলা কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) হোসনেআরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
এর আগে এক আলোচনা সভায় ২জন উপকারভোগী বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: জিল্লুুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া।
লক্ষ্মীছড়ি উপজেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১০টি ঘর এবং ৪র্থ পর্যায়ের ১৮০টি সহ মোট ১৯০টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয় বলে সূত্রে জানানো হয়।