• September 8, 2024

লক্ষ্মীছড়িতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ২০১৮ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর বুধবার বিকেলে লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক ও লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান।

লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার, উপজেলা প্রথামকি শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক ও শিক্ষক কহিনুর আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জিন্নাতুননেছা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক ত্রিদিপ চাকমা। অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক হিসেবে মিসেস জোন কমান্ডার তোহফা সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান।

উল্লেখ্য এবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৭২জন ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হবে বলে শিক্ষকরা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post