• December 12, 2024

লক্ষ্মীছড়িতে ‘সাহসিকতায়’ প্রেসিডেন্ট পদক প্রাপ্ত ভিডিপি মজিবুর রহমানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আনসার-ভিডিপির ৪নাম্বার প্লাটুন কমান্ডার মো: মজিুবর রহমানকে ‘সাহসিকতায়’ প্রেসিডেন্ট পদক লাভ করায় সংগঠনের পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ও থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন ভিডিপির ইউনিয়ন দলনেতা মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নারগিস আক্তার।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ পদক নি:সন্দেহে একটি বাহিনীর জন্য বিশাল প্রাপ্তি। এই অবদান সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ভালো কাজ করে এই আনসার-ভিডিপি বাহিনীকে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস।

পরে আনসার ভিডিপির পক্ষ হতে প্রেসিডেন্ট পদক প্রাপ্ত মো: মজিবুর রহমান গাজিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বারের পক্ষ থেকেও আলাদা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোনের এ্যাডজুটেন্ড লেফটেন্যান্ট মারুফ, ক্যাপ্টেন অভিজিত কড়ুয়া, এসএমও অনাহারি লেফটেন্যান্ট আসাদসহ আনসার ভিডিপির কমান্ডার, দলনেতা-দলনেত্রী, সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি ঢাকার সফিপুর আনসার একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে খাগড়াছড়ি জেলা শ্রেষ্ঠ ‘সাহসিকতায়’ অবদানের জন্য প্রেসিডেন্ট পদক লাভ করেন লক্ষ্মীছড়ি ভিডিপির ৪ নাম্বার প্লাটুন কমান্ডার মো: মজিুবর রহমান গাজি।

৪নাম্বার ভিডিপির প্লাটুন কমান্ডার মো: মজিবুর রহমান বিভিন্ন সময় তাঁর দায়িত্বপালনকালীন সময়ে সরকারি বিভিন্ন আদেশ পালনসহ গ্রামের নানা অপরাধ নির্মূলে নিয়োজতি থেকে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে সার্বিক সহযোগীতা করে আসছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post