স্টাফ রিপোর্টার: ‘সৃজনশীল প্রজন্ম, সমৃদ্ধ আগামী’ এই প্রতিপাদ্যের আলোকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” ২০২২ প্রতিযোগিতা অ
স্টাফ রিপোর্টার: ‘সৃজনশীল প্রজন্ম, সমৃদ্ধ আগামী’ এই প্রতিপাদ্যের আলোকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইফসুফ জামাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রনব পোদ্দার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বিষয়ের আলোকে দিন ব্যাপি প্রতিযোগিতায় কলেজ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।