লক্ষ্মীছড়িতে বর্ষবরণ র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলা বর্ষ বরণ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪২৬কে স্বাগত জানিয়ে এসো হে বৈশাখ এসো এসো…, ১ বৈশাখে বর্ণাঢ্য এই র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার বিশেষ অতিথির বকত্ব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সভাপতির সমাপনী বক্তব্য রাখেন। উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ব্যানার নিয়ে সদস্যরা র্যালিতে অংশ নেন। পরে লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ও নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। লক্ষ্মীছড়ি উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ের পরিচালক মো: মোবারক হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।