লক্ষ্মীছড়িতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
১জুন শনিবার ২৬ রমজান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব উপজেলা বিএনপির নবগঠিত কমিটি সংক্রান্ত আলোচনা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।
এছাড়াও নবগঠিত প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম বক্তব্য রাখেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: হাবিবুর রহমান।