• December 10, 2024

লক্ষ্মীছড়িতে বিএনপির সকল ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন

 লক্ষ্মীছড়িতে বিএনপির সকল ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২টি ইউনিয়ন কমিটি ও ৯টি ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিগত প্রায় ২ মাস ধরে উপজেলা বিএনপির নেতৃত্বে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন কমিটিগুলো গঠন করার পর গঠনতন্ত্রের আলোকে কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। অনুমোদিত লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন কমিটির সভাপতি হলেন, মোঃ ইসলাম উদ্দিন,সিঃ সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান শাহীন, যুগ্ম সম্পাদক মো: জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম। দুল্যাতলী ইউনিয়ন কমিটির সভাপতি হলেন, মোঃ বাহার আলী, সিঃ সহ-সভাপতি চাইলাপ্রু মার্মা, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ হাচান আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

এদিকে দুল্যাতলী ইউনিয়নের গঠিত ৩টি ওয়ার্ড কমিটি এবং লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৬টি ওয়ার্ড কমিটি গঠন করে অনুমোদন দিয়ে জেলায় প্রেরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার বলেন, উপজেলা যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন এবং সকলের প্রিয় নেতা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পরামর্শ ও দিক নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দর ভাবে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিগুলো গঠন করতে সক্ষম হয়েছি। এছাড়াও জেলা পর্যায় এবং উপজেলা পর্যায় যে সকল নেতৃবৃন্দরা দায়িত্ব প্রাপ্ত হয়ে কমিটি গঠনে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post