লক্ষ্মীছড়িতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল এক বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা র আয়োজন করা হয়।
১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা দিকে দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর ও বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম, মো: রেজাউল করিম ও উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ প্রমুখ।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, এই আওয়ামীলীগ সরকার বিএনপিকে ভয় পায়, তাই প্রতিনিয়িত মামলা দিয়ে হয়রানী করে দমিয়ে রাখতে চায়। দেশের মানুষ আজ অস্বাভাবিক দ্রব্যমূল্যে বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থায়। এক দফা আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।