লক্ষ্মীছড়িতে নগদ এজেন্টকে অর্থদন্ড
লক্ষ্মীছড়ি প্রতিনিধি: স্কুল ও কলেজ শিক্ষার্থীর উপ-বৃত্তির নগদ একাউন্ড থেকে টাকা উত্তোলনে নগদের এজেন্ট কর্তৃক টাকা কর্তন করার অভিযোগে লক্ষ্মীছড়িতে এক নগদ এজেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন লক্ষ্মীছড়ি উপজেলঅ নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন।
৪ জুলাই রোববার দুপরে লক্ষ্মীছড়ি বাজারের শ্রাবনী লাইব্রেরির মালিক ও নগদ এজেন্ট স্বত্তাধিকারী অজিত দত্তকে এ জরিমানা করা হয়। নগদ একাউন্ডে উপবৃত্তির টাকা উত্তোলনকারী শিক্ষার্থীর নিকট থেকে বিধিবহির্ভূতভাবে ৯০০ টাকায় ৫০ টাকা এবং ১৮০০ টাকায় ১০০ টাকা অতিরিক্ত কর্তন করায় অভিযোগ পেয়ে অভিযানে আসেন ইউএনও মোঃ ইয়াছিন।
এ সময় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন উক্ত নগদ এজেন্ট মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।