লক্ষ্মীছড়িতে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটির নানা কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরতেই শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, লক্ষ্মীছড়ি জোন, লক্ষ্মীছড়ি থানা, লক্ষ্মীছড়ি কলেজ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ভাইস চেয়ারম্যান বেবি রানী বসুসহ উপজেলার জনপ্রতিনিধি ও অফিসারদের অংশ গ্রহণে পুস্পমাল্য অর্পন করা হয়। লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে জাতীর শ্রেষ্ট সন্তার বীঅর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত আসছে.. ..