• July 27, 2024

লক্ষ্মীছড়িতে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই বুধবার লক্ষ্মীছড়ি জোন সদরে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল জান্নাতুল ফেরদৌস,পিএসসি। সভায় বক্তব্য রাখেন, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহাংগীর আলম, পিএসসি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, লক্ষ্মীঅছড়ি থানার অফিসার ইনচার্জ আ: জব্বারসহ সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল জান্নাতুল ফেরদৌস বলেন, এলাকার সম্প্রীতি বিনষ্ট হলে উন্নয়ন ব্যহত হবে। বিগত দিনে বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। নারীর প্রতি সংহিংসতা বন্ধ, চাঁদাবাজি ও মাদক নির্র্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিাদয়ী জোন কমান্ডার। নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহাংগীর আলম বলেন, কাজ করতে চাই সবাইকে নিয়ে, পূর্বের মত যেমনিভাবে লক্ষ্মীছড়ি জোনকে সহযোগিতা করেছেন তেমনীভাবে আাগামীতেও লক্ষ্মীছড়ি উপজেলাকে এগিয়ে নিতে পাহাড়ি-বাঙ্গালিনহ সকল সম্প্রদায়ের মানুষের সর্বাত্মক সার্বিক সাহার্য সহযোগিতা কামনা করেন নবাগত জোন কমান্ডার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post