লক্ষ্মীছড়িতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২০১৯- ২০ খরিফ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমা উপস্থিত ছিলেন।
উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, ১০ এমওপি সার প্রদান করা হয়।