• October 12, 2024

লক্ষ্মীছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন উপলেক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২৫ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে একটি র‌্যালি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। ‘‘ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা” এ প্রতিপাদ্যের আলোকে ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ যৌথভাবে দিবসটির আয়োজন করেন। পরে উপজেলা হাসপাতাল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ব্র্যাক’র ম্যানেজার ইভিনা চাকমা প্রমুখ। লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: ইলিয়াস চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post