• July 16, 2025

লক্ষ্মীছড়িতে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেরায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্য’র আলোকে ২৪ মার্চ রবিবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতাল প্রাঙ্গনে এ র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বোরহান উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার ও.সি (তদন্ত) মো: শাহেনুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, স্বাস্থ্য পরিদর্শক শঙ্খ মিত্র বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ম্যানেজার ইভিনা চাকমা।

বক্তারা যক্ষ্মার লক্ষণ ও করণীয় বিষয় আলোচনা করার পাশাপাশি এ কার্যক্রমের প্রকৃত তাৎপর্য তুলে ধরতে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post