লক্ষ্মীছড়িতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা যুব ইউনিট এর

দীঘিনালায় আগুনে পুড়লো বসতঘর
পানছড়িতে ইউপি চেয়ারম্যান‘র উপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ
রামগড়-চট্রগ্রাম সড়কে এসি-নন এসি বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা যুব ইউনিট এর উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় এক র‌্যালি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এ সংক্ষিপ্ত আলোচনা সভায় লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

লক্ষ্মীছড়ি যুব রেডকিসেন্ট’র সভাপতি তালাত মাহমুদ শিশির শুভেচ্ছা বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, পাহাড়ের আলো সম্পাদক লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া লক্ষ্মীছড়ি যুব রেডক্রিসেন্ট’র ইউনিট এর সকল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

বক্তারা দিবসটির কার্যক্রম এবং আত্মমানবতার সেবায় নিয়োজিত সকল সদস্যদের এ প্রশংসনীয় মহতি উদ্যোগকে আরো গতিশীল করতে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।