লক্ষ্মীছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ৭১এর মুক্তিযুদ্ধে শহীদদের এক সাগরের রক্তের বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা দেশবাসীর সামনে তুলে ধরতে ত্রিশ লক্ষ শহীদের আত্মাহুতিকে স্মর

শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
মানিকছড়িতে একজনকে অপহরণের অভিযোগ
মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ৭১এর মুক্তিযুদ্ধে শহীদদের এক সাগরের রক্তের বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা দেশবাসীর সামনে তুলে ধরতে ত্রিশ লক্ষ শহীদের আত্মাহুতিকে স্মরণ করতে সরকার ঘোষিত সারাদেশে একযোগে ত্রিশ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীছড়ি উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গাছের চারা রোপন কর্মসূচি পালিত হয়েছে। ১৮ জুলাই বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ কর্মসূচি পালনের আয়োজন করে।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল লক্ষ্মীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে দিনব্যাপি লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপন করার কর্মসূচি চলে। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি বন বিভাগের ইনচার্জ প্রনব কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীরা চারা রোপন কর্মসূচিতে অংশ নেন। এসময় অতিথিরা প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ৩টি করে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করার জন্য পরামর্শ দেন।