লক্ষ্মীছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘‘নারী পুরুষ সমতা- রুখতে পারে সহিংসতা” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। ৯ডিসেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন ও উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর। এছাড়াও সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, শিক্ষক রুপালী চাকমা বক্তব্য রাখেন। অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী মিলি চাকমা নামে এক নারীকে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post