• September 14, 2024

লক্ষ্মীছড়িতে ভিজিএফ’র চাল বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঈদ উপলক্ষে আসা সরকারের  বিশেষ বরাদ্দ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে প্রায় ১হাজার ৮শ পরিবারের মাঝে এ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

জানা যায়, লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৮’শ ২০ পরিবার, দুল্যাতলী ইউনিয়নে ৫’শ ৩২ পরিবার ও বর্মাছড়ি ইউনিয়রেন ৪’শ ৬৭ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার এ ভিজিএিফ’র চাল বিতরণকালে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সরেজমিনে পরিদর্শনে গিয়ে সঠিক ওজন ও প্রকৃত সুবিধাভোগীরা পাচ্ছে কিনা তা পর্যপেক্ষন করেন।

এছাড়া প্রতিটি ইউনয়নে তদারকি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের সচিব কমল কৃষ্ণ চাকমা বলেন, ইউপি মেম্বারদের মাধ্যমে তালিকা করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post