• September 14, 2024

লক্ষ্মীছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

১৫ মে বুধবার লক্ষ্মীছড়ি বাজারে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল এ অভিযান পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, পঁচা-বাসি খাবার, নোংড়া পরিবেশ, মূল্যতালিকা না লাগানোসহ নানা অভিযোগে ৫টি হোটেল-রেস্তরাকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। মোট ১১হাজার টাকা জরিমানা আদায় হয়েছে বলে জানা গেছে। এসময় লক্ষ্মীছড়ি থানার অফিসার্সা ইনচার্জ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সাংবাদিকদেও জানান, প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করেছি। তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post