লক্ষ্মীছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: ”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মত লক্ষ্মীছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস (অ.দা), উপজেলা কৃষি কর্মকর্তা (ভা.প্রা.) মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও মৎস্য পোনা অবমুক্ত করার কর্মসূচিও রাখা হয়েছে।