লক্ষ্মীছড়িতে যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর সোমবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলকে সু-সংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে এ যুব সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।

উপজেলা যুবদলের সভাপতি মো: মকবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত সাংগঠনিক সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সুলতান, উপজেলা যুবদলের সধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মজিবর রহমান, লক্ষ্মীছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো: হাসেম, দুল্যাতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: হাসান। সভায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

বক্তারা নিজ নিজ এলাকার সংগঠনের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি সরকারের দমন-পিড়ন ও বিএনপির নেতাকর্মীদের হয়রানী বন্ধসহ ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post