লক্ষ্মীছড়িতে যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র ২ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপ) ২সন্ত্রাসীকে আটক করেছে। ১জানুয়ারি মঙ্গলব

খাগড়াছড়িতে প্রীতি ফুটবল লীগ টুর্ণামেন্টের উদ্বোধন
মহালছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানছড়ির ইমরান চবি সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপ) ২সন্ত্রাসীকে আটক করেছে।

১জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের অধিন ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ইউনিয়নের রাইঙ্গামাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন, সুবন্ত চাকমা(২০), পিতা-বিজয় কুমার চাকমা, দিপংকর চাকমা(২২) পিতা রাদি মোহন চাকমা। উভয়ের বাড়ি রাইঙ্গামাছড়া এলাকায়।

উদ্ধার হওয়া অস্ত্র হলো আমেরিকার তৈরী এমফোরএ ১টি, ম্যাগজিন ১টি, তাজা গুলি ৫৩ রাউন্ডসহ চাঁদা আদায়ের রশিদ অন্যান্য কাগজ পত্র উদ্ধার করা হয়। লক্ষ্মীছড়ি থানার ওসি(তদন্ত) মো: শাহেনুর এ খবর নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।