• July 27, 2024

লক্ষ্মীছড়িতে লিয়েন (LEAN) প্রকল্পের আওতায় মা ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা লিয়েন(খঊঅঘ) প্রকল্পের আওতায় মা ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। মা ও শিশু পুষ্টি বিষয়ক করণীয় এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত তুলে ধরেন লিয়েন প্রকল্পের জেলা ব্যবস্থাপক নিখিল চাকমা।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিকুমার চাকমাসহ লিয়েন প্রকল্পের এসিস্ট্যোন্ট টেকনিক্যাল কো-অডিনেটর মাজহারুল ইসলাম, এসিস্ট্যোন্ট টেকনিক্যাল ফেসিলেটর স্বশতি দেওয়ান, প্রকল্প ব্যবস্থাপক আলো প্রিয় চাকমা। আলোচনা সভায় বিভিন্ন বিভাগীয় দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post