• December 27, 2024

লক্ষ্মীছড়িতে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

 লক্ষ্মীছড়িতে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট  ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ৫ আগস্ট শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আব্দুল ওহাব থানার অফিসার্স ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল।

পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post