লক্ষ্মীছড়িতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা শুরু

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি যথারিতি বাংলা প্রথম পত্রে

মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংশ্লিষ্টদের শাস্তি দাবী
গুইমারাতে কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত
গুইমারায় ৭০ লিটার চোলাই মদ ও ৮০টি মুলিসহ আটক ২

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি যথারিতি বাংলা প্রথম পত্রে ৩০৮জন ছেলে-মেয়ে পরীক্ষায় অংশ নেয়ার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। তার মধ্যে বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল থেকে ১২৭জন পরীক্ষায় অংশ নেয়।

লক্ষ্মীছড়ি মডেল হাইস্কুলের হল সুপার জাহিদুল ইসলাম সরদার জানান, কোনো পরীক্ষার্থী অনুপস্থিত নেই। মোট পরীক্ষার্থী ৩১২জন। প্রথম দিন ২জনের পরীক্ষা ছিল না। ছাত্রী ১৮৩জন এবং ছাত্র ১২৫জন বলে তিনি জানান। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল কেন্দ্র পরিদর্শন করেন। প্রথম দিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।