লক্ষ্মীছড়িতে শিক্ষকদের শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর উপজেলা রিসোর্স সেন্টারে ৩দিন ব্যাপি আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রিসোর্স সেন্টারের উপজেলা প্রশিক্ষক অসীম সাহা। উপজেলা শিক্ষা অফিসার সুভাশীণ বড়ুয়া বিশেষ অতিতিল বক্তব্য রাখেন। এসময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো: নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩দিন ব্যাপি ১৫০জনকে ৫টি ব্যাচে ৩০জন করে শিক্ষা কার্যক্রমের নুতন নিয়মে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রথম দিন বিভিন্ন বিদ্যালয়ের ৩০জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।