লক্ষ্মীছড়িতে শিশু ও নারী উন্নয়ন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় রামগড় তথ্য বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে এ কমশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রামগড় তথ্য বিভাগের সহকারি তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজি মো: সাইফুল আলম নারী শিশু বিষয়ক করনীয় ও সচেতনতা বাড়াতে নানা কর্মকান্ড নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন।