লক্ষ্মীছড়িতে শেখ রাসেল দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কশিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(ভা.প্রা) হোসনেআরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
১৮ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খন্দকার, উপজেলা আয়ামীলীলীগ সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রমূখ।
সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে থেকে এক র্যালি বের হয়। উক্ত র্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেয়।