লক্ষ্মীছড়িতে শ্রমিকলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ অক্টোবর শুক্রবার জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীছড়ি উপজেলা শাকার উদ্যোগে কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহবায়ক রিকন চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাজী নুরে আলম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেবু তালুকদার প্রমুখ।