লক্ষ্মীছড়িতে সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি-টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীছড়িতে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আ

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে অমর একুশ উদযাপন
লক্ষ্মীছড়িতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
গুইমারায় ৬দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি-টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীছড়িতে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৫ নভেম্বর রবিবার এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার রমা রানী দাশ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো: মজিবুর রহমান প্রমুখ। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।