লক্ষ্মীছড়িতে সাঁওতালদের মাঝে অর্থ সহায়তা দিলো সমাজসেবা বিভাগ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পিছিয়ে পরা জনগোষ্টি সাঁওতাল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
১৪জুন রবিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৫৭টি সাঁওতাল পরিবারকে এক হাজার টাকা হারে এ নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।
এছাড়াও খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, সহকারি পরিচালক রোকেয়া বেগম ও উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাশেদ উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা সাঁওতাল দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করতেই এ পদক্ষেপ নেয় সমাজসেবা বিভাগ।