লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতীর অবৈধ কাঠ আটক করেছে বলে জানা গেছে। আটককৃত কাঠের মূল্য আনুমানিক সাড়ে ৩লাখ টাকা। সূত্রে জানা গেছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর রাতে বিভিন্ন সময়ে কাঠ আটক অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দেওয়ান পাড়াসহ বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে কাঠ জমিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনা করলে প্রায় ৪’শ ৩৮ঘনফুট কাঠ আটক করে লক্ষ্মীছড়ি বন বিভাগে হস্তান্তর করে। লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা প্রনব বিশ্বাস এ প্রতিনিধিকে জানান, আটকৃতকাঠ জব্দ তালিকায় নেয়া হয়েছে। প্রায় ৪’শ ৩৮ ঘনফুট কাঠের আনুমানিক মূল্য হবে সাড়ে ৩লক্ষাধিক টাকা। আটককৃত কাঠের মধ্যে ,সেগুন,গামারি, কড়াই,মেহগনিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে।