• December 9, 2024

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর শুক্রবার সকালে মগাইছড়ি এলাকায় এবং দুপুরে লক্ষ্মীছড়ি সদর গুচ্ছ গ্রামে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান উপস্থিত থেকে কম্বল ও শীতের কাপড় বিতরণ করেন।

এসময় লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, ক্যাপ্টেন আতিক ও অনারি লেফটেন্যান্ট এসএম আসাদ উপস্থিত ছিলেন। ২টি এলাকায় প্রায় ৪০০ শীতের কাপড় এবং ৯০টি শীতের গরম কম্বল বিতরণ করা হয়।

এর আগে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে বাইন্যাছোলা এলাকায় পাহাড়ি-বাঙ্গালি গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আরো বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post