লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে তিন একর জমির ২৫ লক্ষাধীক টাকার গাঁজা ধ্বংস
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জোনের সেনাবাহিনীর অভিযানে ৩একর গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালা পাহাড়ের পাদদেশ রুজুমনি পাড়া এলাকায় বিশাল এলাকা জুড়ে জমিতে গড়ে উঠা গাঁজা চাষের সন্ধান মিললে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি চালানো এ অভিযানে ৩এক জায়গায় চাষ করা এই গাঁজার মূল্য আনুমানিক ২৫লক্ষাধীক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
অভিযানের সেনা উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষের সাথে জড়িতরা পালিয়ে যায়। তবে অপরাধীদেও গ্রেফতারের চেষ্টা চলছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এসকল অভিযানকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন সচেতনমহল। মরণনেশা এই গাঁজা চাষ পাহাড় থেকে নির্মূল করতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়।