লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অর্ধ লক্ষাধীক টাকার সেগুন কাঠ জব্দ, গাড়িসহ আটক ২
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে জীপ গাড়ি বোঝাই সেগুন কাঠ আটক করেছে। আটককৃত সেগুন কাঠের পরিমাণ হলো প্রায় ৫৯ঘনফুট। যার মূল্য প্রায় অর্ধ লক্ষাধীক টাকা। জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে লক্ষ্মীছড়ির বাইন্যাছড়া ভান্ডারশরীফ খামার বাড়ি এলাকায় অবৈধভাবে কাঠ পাচার করছে এমন সংবাদ পেয়ে সার্জেন্ট নুরে আলমের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালায়।
এসময় জীপ গাড়ি(যার নাম্বার ঢাকা-মেট্রো-গ-২৮৯২)সহ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, ড্রাইভার মো: নাসির(২৪) হেলপার মো: রুবেল হোসেন(১৯)। উভয়ের বাড়ি ফটিকছড়ি নানুপুর এলাকায় বলে জানা গেছে। লক্ষ্মীছড়ি বনবিভাগের ফরেস্টার এমদাদুল করিম সাংবাদিকদের জানান, বন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আটক আসামী ও জীপ গাড়ি সকালে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হয়। আটক কাঠের পরিমাণ ৫৮.৮০ঘনফুট বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধীক টাকা হবে বলে তিনি জানান।