• May 18, 2024

লক্ষ্মীছড়িতে ১০ দিন ধরে এক উপজাতী কিশোরী নিখোঁজ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মেম্বার পাড়া থেকে এক রুপালী চাকমা উপজাতী কিশোরী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ২২ মে লক্ষ্মীছড়ি থানায় মেয়ের বড় ভাই সুরেশ বাবু চাকমা লক্ষ্মীছড়ি থানায় একটি সাধারণ ডাইরী রুজু করেন(যার নাম্বার ৬৯৭, তাং ২২.০৫.২০১৯ইং)।

মেয়েটির পিতার নাম হৃদয় চাকমা, গ্রাম-মেম্বার পাড়া, ৭ নং ওয়ার্ড, ২নং দুল্যাতলী, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি। সাধারণ ডাইরিদে উল্লেখ করা হয় গত ১২/০৫/১৯ ইং তারিখে লক্ষীছড়ি বাজারে আসার পর থেকে আর নীজ বাড়িতে যাই নি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অবশেষে লক্ষ্মীছড়ি থানায় সাধারণ ডাইরি রুজু করা হলো। কোন ব্যাক্তি সন্ধান পেলে মোবাইল নাম্বার ০১৮১৩৫৮৮৯৭৪ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি ৬ষ্ট/৭ম শ্রেণী পর্যন্ত লেখা-পাড়া করার পর আর স্কুলে যায় নি। শুনেছি ঘর থেকে সেট পোশাক নিয়ে বেড় হয়। লক্ষ্মীছড়ি বাজারে আসছে তা সঠিক কিন্তু এর পর থেকে আর সে বাড়ি যায় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post