• January 18, 2025

লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিলন চাকমা বিজয়ী

 লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিলন চাকমা বিজয়ী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ত্রিলন কুমার চাকমা ২হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় নৌকা প্রতীকে উচাই প্রু মারমা পেয়েছেন ২হাজার ৩০৬ ভোট। ১২১ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান ত্রিলন কুমার চাকমা বিজয়ী হয়েছেন।

রোববার রাতে প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সােহরাব হোসেন ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন।

মোট ভোটার ৫হাজার ৮০৫ ভোট। ভোট কাষ্টিং হয়েছে ৪হাজার ৭৩৩ ভোট, বাতিল ভোট ১৪৬। শতকরা ৮৪.০৫ ভাগ ভোট পরেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post