লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিলন চাকমা বিজয়ী

লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিলন চাকমা বিজয়ী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ত্রিলন ক

লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে লড়ছেন নারী প্রার্থী জয়া চাকমা
ইউপি নির্বাচন: দুল্যাতলীতে নৌকা-চশমা, বর্মাছড়িতে আনারস-মোটরসাইকেল প্রতিদ্বন্ধিতার সম্ভাবনা
লক্ষ্মীছড়ি ৩ ইউপি নির্বাচন: ভোট গ্রহন শেষ , চলছে গণনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত দুল্যাতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ত্রিলন কুমার চাকমা ২হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় নৌকা প্রতীকে উচাই প্রু মারমা পেয়েছেন ২হাজার ৩০৬ ভোট। ১২১ ভোটের ব্যবধানে বর্তমান ইউপি চেয়ারম্যান ত্রিলন কুমার চাকমা বিজয়ী হয়েছেন।

রোববার রাতে প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সােহরাব হোসেন ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন।

মোট ভোটার ৫হাজার ৮০৫ ভোট। ভোট কাষ্টিং হয়েছে ৪হাজার ৭৩৩ ভোট, বাতিল ভোট ১৪৬। শতকরা ৮৪.০৫ ভাগ ভোট পরেছে।