লক্ষ্মীছড়ির সমুড় পাড়ায় এমদাদিয়া ফার্মের উদ্যোগে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সমুড় পাড়ায় (এমদাদুল হক মাইজ ভান্ডারী) সৈয়দ এমদাদিয়া এগ্রো ফার্ম’র উদ্যোগে ত্রাণ বিতরণ বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের খাদ্য সহায়তা দিতেই সৈয়দ এমদাদিয়া এগ্রো ফার্ম’র উদ্যোগে ১৮ এপ্রিল শনিবার এ ত্রাণ বিতরণ করেন প্রতিণ্ঠানের ম্যানেজার মো: সুজাফর মিয়া।
জানা যায়, সমুড় পাড়া ছাড়াও বাইন্যাছোলা, সাঁওতাল পাড়া, ডিপি পাড়া, মহিষকাটা ও ইন্দ্রকার্বারাী পাড়ায় ৮০জনকে এ খাবার সহায়তা পেকেট তুলে দেন। ১০ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০গ্রাম তেল দেয়া হয়। এসময় এলাকার মুরুব্বী ও কার্বারী উপস্থিত ছিলেন।