স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিতি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টিতেই স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন বলে বেসরকারিভাবে সাংবাদিকদের কাছে আসা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে।লক্ষ্মীছড়ি উপজেলায় বেশ কিছু কেন্দ্র দুর্গম ও প্রত্যন্ত এলাকায় হওয়ার কারণে কন্ট্রোল রুম থেকে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল লার কার্যক্রম চলছিল।
জানা যায়, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে সব ক’টি কেন্দ্রের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক প্রবিল কুমার চাকমা পেয়েছেন ৩হাজার ৪০১ভোট। নিকটত প্রতিদ্বন্ধি নৌকা প্রতীক উষাজাই চৌধুরী পেয়েছেন ২হাজার ২৫ ভোট। দুল্যাতলী ইউনিয়নে ৯টি কেন্দ্রের ফলাফলে চশমা প্রতীক স্বতন্ত্র প্রার্থী ত্রিলন চাকমা পেয়েছেন ২হাজার ৪২৮ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতীক পেয়েছেন ২হাজার ৩০৯ভোট। এদিকে বর্মাছড়ি ইউনিয়নে ৬টি কেন্দ্রের ফালাফলে স্বতন্ত্র প্রার্থী সুইশালা মারমা আনারস প্রতীক ১হাজার ২৪৫ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্ধি হরিমোহন চাকমা ঘোড়া প্রতীক পেয়েছেন ৬৮০ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্মাছড়ি সব কেন্দ্রের ফলাফল পাওয়া যায় নি। বিস্তারিত আসছে…