লক্ষ্মীছড়ি ইউএনও’র ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ জেসমিন আক্তার দম্পতির ২য় সন্তান ইজহান মোহাম্মদ জুনাই(১৪) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫জুলাই রাত সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে……..রাজেউন।
ইজহান মোহাম্মদ জুনাই এর অকাল মৃত্যুতে এক শোকবার্তায় লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী বিদেহী আত্মার মাখফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুর সংবাদ শুনে লক্ষ্মীছড়ির সর্বস্তরের জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে আসে।