• July 27, 2024

লক্ষ্মীছড়ি ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

২৯মে বুধবার লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা।

পানি সরবরাহকে ১ম অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষণা করা হয়। সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য প্রস্তাবিত বাজেট আয় দেখানো হয়েছে ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৭০২ টাকা এবং সম্ভাব্য প্রস্তাবিত বাজেট ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯৫০ টাকা এবং ৭৭ হাজার ৭৫২ টাকা উদ্ধৃত্ত দেখানো হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন, ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ সচিব কমল কৃষ্ণ চাকমা। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের মেম্বারসহ এলাকার কার্বারী, হেডম্যান, বিভিন্ন স্কুলে ছাত্র-শিক্ষক বৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি শ্রেণীর গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post