লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দর রহিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে সমাপ্ত করা হয়। এর আগে লক্ষ্মীছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমরান খান শাহিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার।
এছাড়াও মো: আনিসুর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শামশুল ইসলাম, মো: রেজাউল করিম, উপজেলা যুবদলের আহবায়ক মকবুল আহমেদ, ছাত্রদলের আহবায়ক উত্তম মারমা, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাংগির আলম বক্তব্য রাখেন।