• February 9, 2025

লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: লক্মীছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট রবিবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন এ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনায় তিনি বলেন, বৈশ্বিক এ মহামারি করোনা থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ঘরের বাহির হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া এবং শারীরিক দুরত্ব বজার রাখার প্রতি বিশেষ নজর দিতে হবে। পুরোপুরি স্বাস্থ্য বিধি মেনে সচেতন হলেই এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এসময় বক্তব্য রাখেন সদর ল²ীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। এসময় ইউপি সদস্য ও নারী সদস্যগণ উপস্থিত ছিলেন।

এলজিএসপি প্রকল্পের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে ১০জন করে মোট ১০০জরে মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মাস্ক ব্যবহার না করার দায়ে একজনেক ২০০টাকা জরিমানা করেন ইউএনও।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post