লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল উপস্থিত থেকে কৃষকদের মাঝে বোরো ধান, ভুট্টা, সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা সদস্যা জয়া চাকমা, বিল্লাল হোসেন বেপারী, আলি মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১৫০জন কৃষককে ভুট্টা এবং ৪৫জন কৃষককে বোরো ধান প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।