লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান’র গাড়ির ড্রাইভার মিঠু মারা গেছে
স্টাফ রিপোটার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান’র গাড়ির ড্রাইভার মিঠু দাশ(৩৬) হৃদযন্তক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের অফিস সহকারী জুকেশ বিন্দু চাকমা এ খবর নিশ্চিত করেন।
মানিকছড়িতে নিজ বাসায় শারিরীক অবস্থা অবনতি ঘটলে দ্রুত মানিকছড়ি হাসপাতালে নেয়া হলে ডা. রুহুল আমিন চমেক হাসপাতালে প্রেরন করেন। মা, স্রী ও আড়াই বছরের শিশু, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।