লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন যারা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৫ জানুয়ারি শুক্রবার লক্ষ্মীছড়ি বাজারস্থ্য দলীয় কার্যালয় হতে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মিজানুর রহমান জানান, চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি আবুল হাসেম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী মনোনয়ন ফরম ক্রয় করেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব খন্দকার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত আসনের সাবেক মহিলা ইউপি সদস্যা আঞ্জুমনোয়ারা বেগম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
লক্ষ্মীছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী আওয়ামীলীগের নৌকা প্রতীকে উপজেলা নির্বাচন করবেন মর্মে দলীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম ভাইস চেয়ারম্যান প্রার্থী দাবি করে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে এ প্রতিনিধিকে জানান।