স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন দিনের শুরুতে ১৮ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা পর্যন্ত ৩জন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন দিনের শুরুতে ১৮ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা পর্যন্ত ৩জন চেয়ারম্যান এবং ১জন পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবালে হাতে সকাল থেকে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোয়ন পত্র জমা দেন।
সর্বপ্রথম সকাল সাড়ে ৯টার দিকে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা কয়েকজন সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবালে হাতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এর পর সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে এসে চেয়ারম্যান পদে সাবেক লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা মনোনয়ন পত্র জমা দেন। এর পর সরকার দলীয় আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাবুল চৌধুরী দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম মনোনয়ন পত্র জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা চাকমাকে এসময় দেখা গেলেও তিনি পরে মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানান। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। বাকি সময়ের মধ্যে আরো মনোনয়ন পত্র জমা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।