লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
১লা মে সোমবার দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাব হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(ভা.প্রা.) হোসনেআরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।