• February 19, 2025

লক্ষ্মীছড়ি উপজেলা সহকারি কমিশনার নাছরিন আক্তারকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সহকারি কমিশনার(ভূমি) নাছরিন আক্তার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

৪নভেম্বর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইউএনও মো: ইয়াছিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির। উপজেলা কৃষি কর্মকর্তা ক্লাবের সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপর্ণা দে শিম্পুর সঞ্চালনায় বিদায়ী অতিথি সহকারি কমিশনার(ভূমি) নাছরিন আক্তার ও একটি বাড়ি, একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক পামির দেওয়ান বক্তব্য রাখেন।

চলতি বছর ৫আগস্ট সহকারি কমিশনার(ভূমি) নাছরিন আক্তার লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করেন। ফেনী জেলার পরশুরাম উপজেলায় সরকারি এক আদেশে তাকে বদলী করা হয়। এদিকে একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক পামির দেওয়ান ২০১৭ সালের সেপ্টেম্বর প্রথম সপ্তাহে যোগদান করেন। তাকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বদলী করা হয়েছে। সংবর্ধনা সভায় উপজেলার সকল অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post