• September 8, 2024

লক্ষ্মীছড়ি কৃষি বিভাগের উদ্যোগে মাঠ দিবস

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে মাঠ দিবস-এর আয়োজন করা হয়। ১৪ মে সোমবার বেলা ১১টায় লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নে মগাইছড়ি নতুন পাড়া নামক স্থানে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল কৃষকদের সাথে এক আলোচনা পর্বে সভাপতির বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এছাড়াও লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া ভুট্টা চাষের নানা উপকারিতা ও ফসলের নানা সমস্যা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। উপসহকারি কৃষি অফিসার রাজিব সেন’র পরিচালনায় অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি অফিসার টিটু চক্রবর্ত্তী। কৃষকদের মধ্য হতে বক্তব্য রাখেন, মো: নুর হোসেন ও লাথোয়াই মারমা।

এতে প্রায় ১০০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করে। এই মাঠ দিবসের উম্মুক্ত আলোচনার মাধ্যমে ফসলের নানা সমস্যা, সার-বীজ সংগ্রহ, পোকা-মাকড় থেকে প্রতিকারসহ বিভিন্ন প্রশ্নের উত্তর সমাধানসহ কৃষি বিভাগের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা মনে করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post